উদয়পুর, ১৮ জুলাই : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে শাসক দল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হচ্ছে। এমন কি নির্বাচন নিয়ে আদালতে মামলাও হয়েছে যাতে করে নির্বাচন শান্তিপূর্ণ হয়। এরই মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা ঘিরে কাঁকড়াবনে কংগ্রেস ও বিজেপির বেনজির কর্মসূচি
বূহস্পতিবার গোমতী জেলার কাঁকড়াবন বিধানসভার বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও কাঁকড়াবন বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা বিরোধী দলের যারা কাঁকড়াবন আর ডি ব্লকের বিডিওর নিকট মনোনয় জমা দিতে আসেন প্রত্যেককে গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা যাতে না হয় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। এমনকি কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ যখন কাঁকড়াবন আর ডি ব্লকে দলীয় কর্মীদের নিয়ে গেছেন সেখানে বিজেপি দলের পক্ষ থেকে সুদীপ রায় বর্মণকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এক সাক্ষাৎকারে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, শাসক দল বিজেপি গনতন্ত্র বিশ্বাস করে। শান্তিপূর্ণভাবে ভোট চায় বিজেপি দল।২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন তা দেখে ভোটাররা বিজেপিকে ভোট দেবেন। মানুষ তার গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যাকে ভাল লাগে তাকে ভোট দিক কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রে। প্রসঙ্গত, এদিন মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কাঁকড়াবন আর ডি ব্লক সহ সমগ্ৰ কাঁকড়াবন এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর।