উদয়পুর, ১৮ জুলাই : ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর এই নির্বাচনে শাসকদল বিজেপি সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
বূহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উদয়পুরে মাতাবাড়িতে আসেন। প্রথমেই মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রামপদ জমাতিয়া সহ দলীয় নেতা ও কর্মীরা মূখ্যমন্ত্রীকে সামনে রেখে মাতারবাড়িতে মিছিল বের করে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে নিয়ে আসেন।
পূজা শেষকরে আবার মিছিল করে মাতারবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট দলীয় প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিতে যান। মিছিলে উপস্থিত জনগনের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দীপনা। মূখ্যমন্ত্রী বলেন নির্বাচনে দলীয় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিবেন। তাই আর এর আগে মায়ের মন্দিরে পূজা দিতে আসেন, সাথে মায়ের আশীর্বাদ নিলেন। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের জয় সম্পর্কে তিনি আশাবাদী।