বিদ্যুৎ চপলতায় অতিষ্ট হয়ে নিগমের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

তেলিয়ামুড়া, ১৬ জুলাই : বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে অবশেষে নিগমের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনা, খোয়াই জেলার তেলিয়ামুড়া মহাকুমার অন্তর্গত কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের কমলনগরের মোহরছড়া এলাকায় মঙ্গলবার পড়ন্ত বিকেলে।

ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, সোমবার রাত আনুমানিক এগারটা থেকে কমলনগরের মোহরছড়া এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে। গ্রামবাসীদের তরফ থেকে বারবার বিদ্যুৎ নিগমের অফিসে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ল্যান্ড ফোনের রিসিভার উঠিয়ে রাখার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকাটি দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, ওই এলাকার দায়িত্বে রয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুচারিতা জমাতিয়া। স্থানীয়দের অভিযোগ এলাকার বিদ্যুৎ ব্যবস্থার সচল করার জন্য সুচারিতা জমাতিয়া কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। এমতাবস্থায় অবশেষে মোহরছড়া এলাকার গ্রামবাসীরা তালা ঝুলিয়ে দেয় কমলনগর স্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়ে।

বিদ্যুৎ নিগমের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ফলে কার্যালয় কক্ষে দীর্ঘ সময় ধরে আটকে থাকেন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক ঘন্টা তালা বন্ধ থাকার পরও বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কোন আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?