বিলোনিয়া, ১৬ জুলাই : নাবালিকার বিয়ে রুখে দিলেন বিলোনিয়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তারা। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার আমজাদ নগরে। উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পড়ুয়া ছাত্রী এই নাবালিকা।
পড়ালেখার ইচ্ছা থাকা সত্ত্বেও নাবালিকার মা আমজাদ নগর এলাকারই বর পক্ষের সাথে বিয়ের পাকা কথা সেরে ফেলে এমনই অভিযোগ নাবালিকার। অবশ্য নাবালিকার মা সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রুপক মজুমদার সহ অন্যান্য সদস্যদের সামনে এই কথা স্বীকার করে নাবালিকার মা বলেন আমার ভুল হয়েছে। আপনাদের কাউন্সিলিং এর পরে বুঝতে পারলাম আমার ভুল হয়েছে। আমার মেয়েকে আমি পড়া লেখা করাবো।
জানা যায়,আমজাদ নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাবালিকার বিয়ের বিষয়টি লিখিত আকারে জানান জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা ছুটে যান আমজাদ নগর এলাকায়। সেখান গিয়ে এলাকাবাসীদের সাথে আলাপ আলোচনা করার নাবালিকার বিয়ের বিষয় নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসে।
এরপর নাবালিকা সহ নাবালিকার মা ও ঠাকুরমাকে নিয়ে আসা হয় বিলোনিয়া পুরাতন টাউন হলের ত্রিতল ভবনে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কার্যালয়ে। এই কমিটির চেয়ারম্যান রুপক মজুমদার সহ অন্যান্য সদস্যরা দফায় দফায় কথা বলেন নাবালিকা সহ নাবালিকার মা ও ঠাকুরমার সাথে। এরপর নাবালিকার মা নিজের ভুল বুঝতে পেরে জানান আঠার বছর বয়স হলে তাকে বিয়ে দেবে। বর্তমানে মেয়েকে পড়া লেখা শেখাবে।