বিজেপি শাসিত ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হবে : কংগ্রেস সভাপতি

উদয়পুর, ১৪ জুলাই : ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কোন ও পরিবেশ নেই। বিজেপি শাসিত এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হবে বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

রবিবার উদয়পুর সফরে এসে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিক সম্মেলনে বলেন গত পরশু গভীর রাতে উদয়পুরের জামতলাস্থিত‌ গোমতী জেলা কার্যালয়ে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা আগুন লাগিয়ে অফিসের সমস্ত জিনিসপত্র নিয়ে যায়। থানায় মামলা দায়ের করা হয়। এখনো পর্যন্ত গ্ৰেপ্তার যেমন হয়নি তেমনি অফিসের কম্পিউটার সহ মূল্যবান জিনিসগুলিও উদ্ধার করতে পারেনি পুলিশ। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসকদল বিজেপি একটি অরাজকতার পরিবেশ তৈরি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। রাজ্যের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছে আর তার ফলে গতকাল বিলোনিয়ায় সিপিআইএম দলের নেতা বাদল শীল বিজেপির সমাজদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এরকম ঘটনা উদয়পুর টেপানিয়া আরডি ব্লকে বিডিওর কক্ষে সর্ব দলীয় মিটিং চলার সময় বিজেপির সমাজদ্রোহীদের দ্বারা বিরোধী দলের নেতা ও কর্মীরা আক্রান্ত হয়েছেন।

আশীষ কুমার সাহা বলেন, বিজেপি চাইছে ভয় ভিতি দেখিয়ে নির্বাচন প্রহসনে পরিণত করে ভোট লুট করার জন্য। সমস্ত ঘটনা জানিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশের ডিজিকে সমস্ত ঘটনা জানানো হলেও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। তিনি মুখ্যমন্ত্রীকে সন্ত্রাস বন্ধ করার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে অনুরোধ করেন।

এদিকে, আশীষ কুমার সাহা আগুনে পুড়ে যাওয়া গোমতী জেলা অফিস ঘুরে দেখেন এবং দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে নির্বাচনে দলীয় কর্মীদের কি ভূমিকা পালন করতে হবে সেই বিষয়ে নির্দেশ দেন। কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহার সঙ্গে গোমতী জেলার সভাপতি টিটন পাল সহ দলীয় নেতূত্বরা উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?