বিলোনিয়া, ১৪ জুলাই : শত শত মানুষের ভিড়ের মাঝে বামপন্থী নেতা কর্মীরা শেষ শ্রদ্ধা জানালেন বাদল শীলকে। সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কার্যালয়ের প্রাঙ্গনে মৃতদেহের উপর দলীয় পতাকা তুলে দিয়ে, পুস্পস্তবক অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান বাদল শীলকে।
প্রসঙ্গত, শনিবার দুপুর আড়াইটা নাগাদ আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাদল শীল। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ আগরতলা মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে সিপিআইএম নেতৃত্বরা বাদল শীলকে শেষ শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে বেলা সাড়ে এগারোটা নাগাদ মৃতদেহ নিয়ে আসা হয় সিপিআইএম বিলোনিয়া পার্টি অফিসে। সেখানে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী, দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য সুধন দাস সহ অন্যান্য নেতা কর্মীরা।
এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বামপন্থী কর্মচারী অফিসে। সেখানেও বামপন্থী কর্মচারী নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান বাদল শীলকে। শেষ শ্রদ্ধা জানানোর পর বাদল শীলের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজনগর চোত্তাখোলার নিজ বাড়ির উদ্দেশ্যে। এই দিন শেষ যাত্রায় হাঁটলেন দলের রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী সহ বামপন্থী নেতা কর্মী সমর্থকরা। চোত্তাখোলায় শেষ কৃত্য সম্পন্ন হয় বাদল শীলের।
উল্লেখ্য গত শুক্রবার রাতে বাদল শীল চোত্তাখোলা বাজারে আক্রান্ত হয়। বামপন্থীদের অভিযোগ বিজেপি দলের দুস্কৃতিকারীরা পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বাদল শীলের উপর। তার পরিণতিতে মৃত্যু হয় বাদল শীলের। বাদল শীল দক্ষিণ জেলা পরিষদের চার নং ওয়ার্ডের বাম মনোনীত প্রার্থী ছিলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে।