তেলিয়ামুড়া, ১১ জুলাই : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিরম্বনা যেন কাটছে না। সাম্প্রতিক অতীতে বিদ্যালয়ের ইকো ক্লাব সম্পর্কিত এক রেলিতে অংশগ্রহণ করতে গিয়ে একসাথে একাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরবর্তী সময় জিবি’তে পর্যন্ত চিকিৎসা করাতে হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার আবারও প্রায় একই ভাবে পাঁচ জন ছাত্রী স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ে।
জানা গেছে, বিদ্যালয়ে বৃহস্পতিবার কোন একটা পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাস্ততা চরমে ছিল এবং বন মহোৎসব বা গাছ লাগানোর কর্মসূচি চলছিল। কিন্তু হঠাৎ করেই বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী সময়ে তড়িঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে একদিকে যেমন অভিভাবকদের খবর দেওয়া হয় এর পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দিনের পর দিন একই বিদ্যালয়ে কেন এমন ঘটনা ঘটে চলেছে তার নিরিখে ব্যাপক আলোচনা চলছে। এদিকে গোটা বিষয় নিয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দাবি করেছেন কি কারণে এমন হল তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। তবে গরমের পাশাপাশি শরীরে প্রয়োজনীয় জলের ঘাটতি থেকে এমন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসক।