আগরতলা, ১০ জুলাই : রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষা বিরোধী নীতি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই৷ শুধু তাই নয় শিক্ষা বিরোধী নীতির কারণে নাকি এরাজ্যের বহু স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এরই প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের এই যুব ও ছাত্র সংগঠন শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও আন্দোলন কর্মসূচি নিয়েছিল বুধবার৷ তবে ঘেরাও আন্দোলন রুখে দিল পুলিশ৷
বুধবার দুপুরে কংগ্রেসের যুব ও ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার জন্য প্লেকার্ড এবং ফ্লেক্স নিয়ে রাস্তায় বেড় হয়৷ মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছার আগেই পুলিশ আন্দোলনকারীদের আটকে ফেলে৷ পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও হয়৷ পুলিশ টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের গাড়িতে তুলে অরুন্ধুতিনগর পুলিশ মাঠে নিয়ে যায়৷ প্রায় সত্তর জন আন্দোলনকারীকে এদিন পুলিশ রাজপথ থেকে তুলে নিয়ে যায় বলে একটি সূত্রে জানা গিয়েছে৷
এদিকে, আন্দোলনকারীদের নেতৃত্ব প্রদানকারী যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছে, রাজ্য সরকারের শিক্ষা বিরোধী নীতির কারণে এরাজ্যে বহু স্কুল বন্ধ হতে চলেছে৷ রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে৷ তা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানিয়েছেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা৷