নিজ বাড়ীর সামনেই আক্রান্ত ত্রিপুরা সরকারের কর্মচারী, গ্রেফতার দুই অভিযুক্ত

আগরতলা, ৯ জুলাই : নিজ বাড়ীর সামনেই মাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হলেন ত্রিপুরা সরকারের একজন কর্মচারী৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ পূর্ব আগরতলা থানার অধীন টাউন ইন্দ্রনগর এলাকায়৷ আক্রান্ত ব্যক্তির নাম প্রণব ভৌমিক৷ তিনি ত্রিপুরা সরকারের একাউন্টেন্ট পদে কর্মরত৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনায় পুলিশ হামলাকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

জানা গিয়েছে, নীলিমা দেবনাথ নামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পূর্ব আগরতলা থানায় একটি এফআইআর করেন যে উনার ছেলে প্রণব ভৌমিককে কিছু দুষ্কৃতিকারী গত ৬ জুলাই রাতে টাউন ইন্দ্রনগর বাড়ির সামনেই মারধর করে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ রজত ঘোষ এবং তপন ঘোষ নামে দুজন যুবককে গ্রেফতার করে এবং মঙ্গলবার তাদের কোর্টে তোলা হয় বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি।

এদিকে, প্রণববাবু জানিয়েছেন, শনিবার রাত দশটা নাগাদ তিনি বাড়িতে ফিরেন৷ ঘরে ঢুকার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোক তাঁর বাড়ির গেইটে ধাক্কাধাক্কি করতে থাকে৷ তিনি বেরিয়ে আসলে কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে৷ একসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন৷ পরে খবর পেয়ে সেখানে যায় পুলিশ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ পরিবারের লোকজনও হাসপাতালে ছুটে যান৷ প্রণববাবু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন, যারা তাঁর উপর আক্রমণ করেছে তারা প্রতিবেশী৷ হামলাকারীদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন৷ তার নাম তপন ঘোষ৷ তাঁর প্রতিবেশী৷

কেন তাঁকে মারধর করা হয়েছে জানতে চাইলে প্রণববাবু জানিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি প্রতিবেশী তপন ঘোষের বাড়িতে ঢিল ছুড়েছিলেন৷ এই অভিযোগ তুলেই তাঁকে মারধর করা হয়েছে৷ যদিও এই অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন প্রণব ভৌমিক৷ তিনি দাবি করনে, সহজ সরজ জীবন যাপনে অভ্যস্ত তিনি৷ কোন ধরনের ঝামেলায় তিনি জড়ান না৷ তিনি আক্ষেপ করে বলেন, পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও একবারের জন্যও খোঁজ নিতে আসেনি বা কোন অভিযোগ আছে কি না জানতেও চায়নি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?