আগরতলা, ৩ জুলাই : প্রবল বৃষ্টিতে টিলার মাটি ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দম্পতির৷ গুরুতর আহত হয়েছেন তিন বছরের কন্যা সন্তান৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরা জেলার রানীরবাজার থানার অধীন মেঘলিপাড়া চা বাগান এলাকায়৷ মৃত দম্পতি হল প্রাণেশ তাঁতি এবং সোমা তাঁতি৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাঁদের তিন বছরের কন্যা সন্তান পিউ তাঁতি৷ তার অবস্থাও সংকটজনক৷ আইসিইউতে ভর্তি রাখা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
মৃত দম্পতির এক নিকটাত্মীয় জানিয়েছেন, মঙ্গলবার রাত আনুমানিক বারটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে৷ ওই নিকটাত্মীয় পাশের বাড়িতেই ছিলেন৷ হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন প্রাণেশ তাঁতির টিনের ঘরের উপর টিলার মাটি ধসে পড়ে আছে৷ সাথে সাথেই তিনি বিদ্যুৎ ছিন্ন করেন গোটা বাড়ির৷ আশাপাশের লোকজনকে ডেকে আনেন৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ কিন্তু, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেনি৷ স্থানীয়রা কোনও রকমে মাটির নীচ থেকে প্রাণেশ তাঁতি, সোমা তাঁতি, পিউ তাঁতি এবং রিয়া তাঁতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷
এদিকে, হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সোমা তাঁতিকে মৃত বলে ঘোষণা করেন৷ অপরদিক সংকটজন অবস্থায় চিকিৎসা শুরু হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যার্থ করে রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রাণেশ তাঁতি৷ অন্যদিকে তাদের ছোট মেয়ে পিউ তাঁতিকে রাখা হয়েছে আইসিইউতে এবং বড় মেয়ে রিয়া তাঁতিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ বুধবার দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে দেওয়া হয়েছে৷ মর্মান্তিক এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী৷ তিনি শোকাহত পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন৷