পানিসাগর, ২ জুলাই : নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ছড়ার জলে। ঘটনা ত্রিপুরার পানিসাগর থানার জলেবাসা গ্রামের বড়বাড়ি এলাকায়। মৃত যুবকের নাম প্রসেনজিৎ মালাকার। মৃতদেহ উদ্ধারের খবরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, প্রসেনজিৎ মালাকার শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিল। সোমবার ওই যুবকের পরিবারের পক্ষ থেকে পানিসাগর থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। মঙ্গলবার সকালে নয়ড্রোন গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দারা এলাকার ছড়ার জলে এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এইদিকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজ প্রসেনজিৎ মালাকারের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। নিখোঁজ প্রসেনজিৎ মালাকারের পরিবারের লোকজন মৃতদেহটি শনাক্ত করেন।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। মৃত যুবকের বাবা জানান শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিল প্রসেনজিৎ মালাকার। এই বিষয়ে সোমবার পানিসাগর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। জানা যায় মৃত যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। প্রসেনজিৎ মালাকারের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।