কৈলাসহরের ইছবপুরে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল পয়ষট্টি বছরের বৃদ্ধের, গ্রেফতার গাড়ি চালক

কৈলাসহর, ১ জুলাই : সোমবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ঊনকোটি জেলার কৈলাসহরের ইছবপুর গ্রামে। বিস্কুট ভর্তি একটি ম্যাজিক গাড়ির ধাক্কায় পয়ষট্টি বছরের এক ব্যক্তির মৃত্যু হল। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই গোটা কৈলাসহর মহকুমায় ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টি চলাকালীন টিআর০২এল-১৬০৪ নম্বরের একটি বিস্কুট ভর্তি ম্যাজিক গাড়ি কৈলাসহরের ইছবপুর গ্রামের প্রভাকর ইংরেজি মিডিয়াম জুনিয়র বেসিক স্কুলের সামনের একটি দোকানে বিস্কুট দিতে যায়। দোকানে বিস্কুট দিয়ে গাড়ি শহরে আসার জন্য চালক গাড়িটিকে ব্যাক গিয়ার দিয়ে অর্থাৎ পিছন দিকে এনে গাড়িটিকে ঘুরাতে চেয়েছিলেন। সেইসময় ইছবপুর গ্রামের পয়ষট্টি বছরের মানিক দেব রাস্তায় হাটছিলেন। গাড়ির চালক জোর গতিতে পিছন দিকে চালিয়ে মানিক দেবের উপর গাড়িটি উঠিয়ে দেয়।

মানিক দেব চিৎকার করলেও প্রচন্ড বৃষ্টির কারণে গাড়ির চালক সম্ভবত কিছুই শোনতে পারেনি। একটা সময় গাড়িটি পিছন দিকে যাচ্ছিল না, তখন গাড়ির চালক আরও জোরে গাড়িটি চালায় এবং মানিক দেবের পুরো শরীরের উপরে গাড়িটি তোলে দেয়। তাতে ঘটনাস্থলেই মানিক দেবের মৃত্যু হয় বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।

এব্যাপারে কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানান, মৃত মানিক দেবের ছোট ভাই গাড়ির চালক প্রীতম সিনহার বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ মামলা রুজু করেছে। ওসি শ্যামল কান্তি মজুমদার আরও জানান, দুর্ঘটনার সাথেসাথেই ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে থানায় আনা হয়েছে এবং গাড়ির চালককেও গ্রেফতার করে থানায় রাখা হয়েছে।

দুর্ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মানিক দেবকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক মানিক দেবকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?