ধর্মনগরে প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগারসহ গ্রেফতার বক্সনগরের দুই যুবক

কদমতলা, ২৬ জুন।। বেশ কিছুদিন নেশা বিরোধী অভিযান বন্ধ থাকার পর বুধবার উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ।

জানা গিয়েছে, একটি গাড়ি মিজোরাম থেকে খোয়াই অথবা তেলিয়ামুড়াতে যাবে এবং চালক পরিবর্তিত হয়ে অন্য চালকের হাতে হস্তান্তরিত হবে এই মর্মে মিজোরাম থেকে একটি নতুন গাড়ি আসে। গাড়ির নম্বর টিআর০৫-৭১৩৬। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রথমে গাড়িটিকে আটক করার জন্য ধর্মনগরের পদ্মপুর এলাকায় উৎ পেতে বসেন। তারপর কৃষ্ণপুর স্কুলের সামনে এই গাড়িটি আটক করে।

গাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ প্যাকেটে মোট ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়। একজনের নাম জাবেদ আলী, বয়স ৩০ বছর, বাড়ি বক্সনগর এবং অপরজন জয়দুল হোসেন, বয়স ৩০ বছর। তার বাড়িও বক্সনগর। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। উদ্ধার করা নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?