আগরতলা, ২৬ জুন।। বুধবার যথাযোগ্য মর্যাদায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাশাপাশি ত্রিপুরার অন্যান্য জেলাগুলিতেও জেলাভিত্তিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত হয় পানিসাগর মহকুমায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং শিক্ষা দপ্তর ও পানিসাগর নগর পঞ্চায়েতের সহযোগিতায় এ উপলক্ষে পানিসাগর টাউনহলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস।
ফটিকরায়ের আম্বেদকর মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। ধলাই জেলাভিত্তিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী জেলার কমলপুর মহকুমার বামনছড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক স্বপ্না দাস পাল। তাছাড়াও রাজ্যের অন্যান্য মহকুমায় যথাযোগ্য মর্যাদায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয়েছে।