মোহনপুর, ২৬ জুন।। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় হয়রানির শিকার গ্রাহকরা বড়কাঁঠাল শাখা ঘেরাও করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যাঙ্কে কাজকর্ম বিঘ্নিত হয়েছে বুধবার।
জানা গিয়েছে, মোহনপুর মহকুমার অন্তর্গত বড়কাঁঠালস্থিত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় বিভিন্ন অজুহাতে দীর্ঘ দিন যাবত হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। অবশেষে ব্যাঙ্ক ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রাহকেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রাহকরা জানান, তাদের নিজের টাকা ব্যাঙ্কে জমা রেখে তাদের প্রয়োজনে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না। ব্যাংক কর্তপক্ষ বিদ্যুৎ নেই, নেট নেই, সার্ভার নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছেন।
দীর্ঘ দিন যাবত এই ভাবেই গ্রাহকদের হয়রানি করছে ব্যাঙ্ক কতৃপক্ষ। তার প্রতিবাদে বুধবার গ্রাহকরা মোহনপুর মহকুমার অন্তর্গত বড়কাঁঠালস্থিত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশপাশি গ্রাহকরা দাবী জানান এই শাখা সঞ্চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার।