আগরতলা, ২৫ জুন।। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য মন্ত্রিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবার এসটিজিটি চাকরি প্রার্থীরা আবারও আগরতলায় টিআরবিটি অফিসের সামনে ধর্না আন্দোলন সংগঠিত করলেন।
অবিলম্বে ফলাফল প্রকাশ এবং শিক্ষকতার চাকরিতে নিয়োগের দাবী করে আন্দোলনকারী প্রার্থীরা জানান, তারা এসটিজিটি ২০২২ পরীক্ষায় বসেছিলেন, প্রায় দুই বছর হয়ে গেছে। কিন্তু টিআরবিটি এখনও ফলাফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। ফলাফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া আটকে রাখার কারণ সম্পর্কে আমরা অবগত নই। এছাড়াও, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিপরিষদের মন্ত্রিরা এই বিষয়ে নীরব।
আরেকজন প্রার্থী বলেন, কয়েক মাস আগে বিধানসভার অধিবেশনে বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাকে এসটিজিটি নিয়োগ নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল। কিন্তু এখন লোকসভা নির্বাচন শেষ, যেখানে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের পরে আমাদের বিষয়টি সমাধান করা হবে।আমাদের অনেকেরই চাকরির বয়সসীমা পেরিয়ে যাচ্ছে, আমাদের ওপর পরিবার ও ঋণের বোঝা রয়েছে। চাকরি ছাড়া আমরা কী করব? প্রশ্ন তোলেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা।