যোগার মাধ্যমেই ‘এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যত’ চিন্তাধারা আরও সমৃদ্ধ হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুন : আমাদের দেশের সংস্কৃতি ও পরম্পরা বসুধৈব কুটুম্বকম শ্লোগানকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যতের’ কথা সব সময় বলে থাকেন। যোগার মাধ্যমেই ‘এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যত’ চিন্তাধারা আরও সমৃদ্ধ হবে। শুক্রবার আগরতলায় হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে ১০ম আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের সংস্কৃতি ও পরম্পরাকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে রাষ্ট্রসংঘে যোগা দিবস পালনের দাবি জানান। যোগা আমাদের দেশের ঐতিহ্য এবং পরম্পরা। নিজেকে চেনা এবং মনকে শান্ত রাখার অন্যতম উপায় হচ্ছে যোগা। তাই নিয়মিত যোগাভ্যাসের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই চিন্তাভাবনাকেই রাষ্ট্রসংঘ মর্যাদা দিয়ে এবং যোগাভ্যাসের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে প্রতিবছর ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস রূপে পালনের সিদ্ধান্ত ঘোষণা করে।

হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মুখ্যসচিব জে কে সিনহা, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং পদ্মশ্রী দীপা কর্মকার। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা যোগায় অংশগ্রহণ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?