রাস্তার বেহাল অবস্থা, ক্ষোভে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন এলাকাবাসী

তেলিয়ামুড়া, ১৮ জুন : রাস্তার বেহাল অবস্থা। হেলদোল নেই প্রশাসনের। ক্ষোভে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন এলাকাবাসী। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে মঙ্গলবার দুপুরে।

এলাকাবাসীর অভিযোগ, ২০১৮ সালের আগে সরকার পরিবর্তনের প্রাক্কালে বিজেপি দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে এলাকার দীর্ঘদিনের রাস্তাঘাটের সমস্যা নিরসনে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। তবে প্রথম বিজেপি সরকারের পাঁচ বছর এবং বর্তমান বিজেপি সরকারের এক বছরের বেশি সময় এলাকার সাধারণ মানুষের ন্যূনতম যোগাযোগ ব্যাবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা সমাধান হয়নি।

অবশেষে মঙ্গলবার একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা চাকমাঘাট পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বৃষ্টির মধ্যে সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল থেকে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করছেন, তাদের কি মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম অধিকার নেই? তাদের আর কতদিন তারা এভাবে সমস্যায় ভুগবে? দিনের পর দিন যোগাযোগ ব্যাবস্থার সমস্যার কারণে গোটা এলাকার আর্থসামাজিক ব্যাবস্থা মুখ থুবরে পড়লেও কেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের দিকে মুখ তুলে তাকাচ্ছেন না? কি তাদের অপরাধ?

হঠাৎ করে এভাবে রাজনৈতিক দলমত নির্বিশেষে মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকাতে সাধারণ মানুষ রাস্তা ও জলের দাবীতে এভাবে আন্দোলনের মঞ্চ তৈরি করাতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শেষ সংবাদে জানা গিয়েছে পঞ্চায়েত কার্যালয় তালা বন্ধ রয়েছে। প্রশাসনের তরফ থেকে কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?