আগরতলা, ১৮ জুন : বাইক, অটো এবং মারুতী ভ্যানের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে বাইকের চালক ও আরোহী৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায়৷ আহতরা দুজনেই স্কুলপড়ুয়া৷ তাদের মধ্যে একজন ছাত্র এবং একজন ছাত্রী৷ দু’জনকেই আগরতলা জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়েছে৷ ছাত্রীর অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷
মঙ্গলবার দুপুরে বাইক নিয়ে আসাম রাইফেলস স্কুলের ছাত্র কিং দেববর্মা এবং একই স্কুলের ছাত্রী এলিনা দেববর্মা যাচ্ছিলেন৷ স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় একটি অটো এবং মারুতী ভ্যানের সাথে সংঘর্ষ হয় বাইকের৷ তাতে বাইক থেকে ছিটকে পড়ে যায় এলিনা এবং কিং৷ দু’জনেই গুরুতর আহত হয়৷ স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়৷ সেখানে দ্রুত শুরু হয় তাদের চিকিৎসা৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এলিনা দেববর্মা অবস্থা আশঙ্কাজনক৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মারাত্মক গতিবেগে ছুটছিল বাইকটি৷ বৃষ্টির মধ্যেই এই দূর্ঘটনাটি ঘটেছে৷ জানা গিয়েছে, আহত এলিনা দেববর্মার বাড়ি লেম্বুছড়ায়৷