সড়ক দূর্ঘটনা রোধে ও মোটরসাইকেল চালকদের সুরক্ষার লক্ষ্যে হেলমেট বিতরণ করল পরিবহণ দফতর

আগরতলা, ১৪ জুন : সড়ক দুর্ঘটনা রোধ এবং মোটরসাইকেল চালকদের সুরক্ষার লক্ষ্যে ত্রিপুরা সরকারের পরিবহণ দফতর বিনামূল্যে হেলমেট বিতরণের একটি উদ্যোগ শুরু করেছে। দফতরের লক্ষ্য সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং বাইকারদের গতির চেয়ে তাদের জীবনকে অগ্রাধিকার দিতে উৎসাহিত করা।

শুক্রবার রাজধানী আগরতলা শহরের রাধানগর বাসস্ট্যান্ডে হেলমেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, একটি জীবনের মূল্য একটি হেলমেটের মূল্যের চেয়ে অনেক বেশি। হেলমেট পরার মাধ্যমে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

এদিকে, মোটরসাইকেল চালকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই কর্মসূচিতে। নাগরিকদের সুরক্ষার জন্য সরকার এবং দপ্তরের এই উদ্যোগের প্রশংসা করেছেন উপস্থিত জনগণ। প্রসঙ্গত, এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবহণ কমিশনার উত্তম কুমার মণ্ডল, পরিবহণ দফতরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী, ট্রাফিক বিভাগের এসপি মানিক দাস প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?