বক্সনগর, ৮ জুন : পরিত্যক্ত কুয়া পরিষ্কার করতে গিয়ে ৩ উপজাতি যুবকের মর্মান্তিক মৃত্যু।এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার ধনপুর বিধানসভার দক্ষিণ তৈইবান্দালের নেওড়ামুড়া জেবি স্কুলে।
পর পর এক কুয়াতে নেমে প্রাণ হারাল এলাকার ৩ শ্রমিক। এই দুর্ঘটনার কারণে শোকের ছায়া বিরাজ করছে গোটা এলাকায়। মৃত ব্যক্তিদের নাম হল অশোক কুমার ত্রিপুরা,শম্ভু কুমার দেববর্মা ও শুক্ল মনি মুড়াসিং। ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর থানাধীন নেওড়ামুড়া জেবি স্কুলের দীর্ঘদিন যাবত একটি কুয়া পরিচর্যার অভাবে পরিত্যক্ত অবস্থায় ছিল। ফলে স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যবহার করার জন্য জলের সমস্যা হত। তাই স্কুলের এক শিক্ষক তিনজন লোককে এই রিং কুয়াটি পরিষ্কার করার জন্য ঠিক করেন।
পরিষ্কার করার সময় এক পর্যায়ে প্রথম ব্যক্তি যখন কুয়ার ভিতরে প্রবেশ করে তখন দীর্ঘক্ষণ হওয়ার পরে সে যখন বাইরে আসছে না এবং কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না তখন দ্বিতীয় ব্যক্তি ওই রিং কুয়াতে প্রবেশ করে। দ্বিতীয় ব্যক্তির যখন কোন সাড়া পাচ্ছিল না তখন তৃতীয় ব্যক্তি সেই কুয়াতে প্রবেশ করে। দীর্ঘক্ষণ এই তিন ব্যক্তির কোন হদিশ না পেয়ে স্কুল কর্তৃপক্ষ রিং কুয়ার সামনে এসে তাদেরকে না দেখতে পেয়ে সন্দেহ হয়। তারপর স্কুল কর্তৃপক্ষ মেলাঘর অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়।
অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে কুয়ার ভিতরে প্রবেশ করে। তারপর ঐ তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরবর্তী সময় খবর দেয়া হয় মেলাঘর থানায়। কুয়ার ভিতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। কুয়ার ভিতরে অতিরিক্ত পরিমাণে গ্যাসের কারণে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায় মৃত তিন ব্যক্তির বাড়ি এই স্কুল সংলগ্ন এলাকাতেই। তাদের এই মৃত্যুতে গোটা এলাকায় এবং তাদের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। এখন সব থেকে বড় প্রশ্ন হল শিক্ষকের কথায় স্কুলের এই কুয়া পরিষ্কার করতে নেমে যাদের প্রাণ হারাতে হল তাদের পরিবারের কথা কে চিন্তা করবে বা এই ঘটনারই দায় কে নেবে, উঠছে প্রশ্ন। পুল একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে বলে জানা গিয়েছে।