তেলিয়ামুড়া, ১ জুন : সাত সকালে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও নবজাতকের মৃতদেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত, কিভাবে এই নবজাতকের মৃতদেহ খোয়াই নদীতে পাওয়া গেছে তা তারা বলতে পারছেন না। তবে অনুমান করছেন হয়তোবা এর পেছনে কারো অবৈধ পাপের ফসল এই নবজাতকের মৃতদেহ হতে পারে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
প্রসঙ্গত, বর্তমান সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় কখনো নর্দমায়, কখনো ডাস্টবিনে বা কখনো এরকম ভাবে ছড়া বা নদীর জলে পাওয়া যায় তখন সভ্য সমাজকে ভাবতে বাধ্য করে।
এখানে উল্লেখ করা প্রয়োজন, ইতিপূর্বেও তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে তেলিয়ামুড়া হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে হয়তোবা এদিনের ঘটনার পেছনেও ওই প্রকারের কোন বিষয় থাকতে পারে।