আগরতলা রেলস্টেশনে পিস্তল সহ যুবক যুবতী আটক হওয়ার ঘটনায় জড়িত আরও এক যুবক গ্রেফতার

আগরতলা, ১ জুন : আগরতলা রেলস্টেশনে পিস্তল সহ যুবক যুবতী আটক হওয়ার ঘটনায় জড়িত আরও এক যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম রেমরেমি দেববর্মা। বয়স কুড়ি বছর। তার বাড়ি খোয়াই জেলার কল্যাণপুরে।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গত ২৪ মে পিস্তল সহ ধৃত দুই যুবক যুবতীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে রেমরেমি দেববর্মার নাম উঠে আসে। তারপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া যায়। শনিবার ধৃত রেমরেমি দেববর্মাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়ছে।

প্রসঙ্গত, ২৪ মে শুক্রবার রাতে আগরতলা রেল স্টেশনে পিস্তল সহ গ্রেফতার করা হয় যুবক ও যুবতীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা একটি আমেরিকায় তৈরি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন, নগদ টাকা। ধৃত দুজনের নাম প্রিয়া দেববর্মা এবং করণ দেববর্মা। তাদের দুজনের বাড়ি খোয়াইয়ে। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি জানতে পারেন জন শতাব্দি এক্সপ্রেসে করে এক যুবক ও এক যুবতী আগ্নেয়াস্ত্র নিয়ে আগরতলা রেল স্টেশনে আসছে।

সেই সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা রেল স্টেশনের বিভিন্ন স্থানে ওত পেতে বসে। জন শতাব্দি এক্সপ্রেস ৩ নং প্লেটফর্মে আসার কথা থাকলেও জিআরপি থানার পুলিশ রেল স্টেশনের সর্বত্র নজরদারি চালাতে শুরু করে। যথারীতি রাত্রি সাড়ে ১০ টা নাগাদ জন শতাব্দি এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনের পৌঁছায়। তখন ওত পেতে থাকা পুলিশ কর্মীরা লক্ষ্য করে এক যুবক ও এক যুবতী দ্রুত গতিতে ফ্লাইওভারের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাদেরকে দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। তখন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে জিআরপি থানার পুলিশ।

তখন তাদের শরীরে তল্লাসি চালানো হয়। তল্লাসিতে উদ্ধার হয় একটি ৯ এম.এম পিস্তল ও দুইটি ম্যাগজিন। সাথে সাথে তাদেরকে আটক করে আগরতলা জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। থানার নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তারা প্রাথমিক ভাবে স্বীকার করেছে তারা ধর্মনগর থেকে জন শতাব্দি এক্সপ্রেসে উঠেছে। তাদের নাম করণ দেববর্মা ও প্রিয়া দেববর্মা। তাদের বাড়ি খোয়াই জেলায়। আগরতলা জিআরপি থানায় ধৃত করণ দেববর্মা ও প্রিয়া দেববর্মার বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত করণ দেববর্মা ও প্রিয়া দেববর্মা কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে এবং কোথায় তারা নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?