চার দফা দাবী আদায়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা

আগরতলা, ১ জুন: হাইকোর্টের নির্দেশ অনুসারে গ্র্যাচুইটি প্রদানসহ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চার দফা দাবীতে শনিবার ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন, সিআইটিইউ, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি যৌথভাবে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে৷ এদিন রাধানগর মোটরস্ট্যান্ডে প্রথমে জমায়েত হয়৷ তারপর মিছিল করে অভয়নগরে সমাজকল্যাণ দপ্তরে গিয়ে অধিকর্তাকে ডেপুটেশন প্রদান করা হয়৷

ডেপুটেশন প্রদানের আগে প্রাক্তন মন্ত্রী তথা শ্রমিক নেতা মানিক দে অভিযোগ করে বলেন, শুধুমাত্র অঙ্গনওয়াড়ী কর্মী বা সহায়িকারা অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত হচ্ছেন এমন নয়, রেগা শ্রমিকরা নানা ভাবে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন৷ কাজ করার পরও মজুরী দেওয়া হচ্ছে না৷ প্রতিবাদ করলে কাজ করতে দেওয়া হয় না৷ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়৷ এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে৷ কোথাও কাজ নেই, আবার কোথাও কাজ করানো হয়েছে কিন্তু মজুরী দেওয়া হচ্ছে না৷ অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের তরফ থেকে টাকা দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ডালের ব্যবস্থা করেছেন৷ তাদেরকে পাওনা টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না৷

শ্রী দে আরও জানান, এদিন সমস্ত স্তরের কর্মীরা অর্থনৈতিক বঞ্চনার শিকার হচ্ছেন৷ যারা অবসরে গিয়েছেন সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরাও অর্থনৈতিক বঞ্চনার শিকার৷ তারও এদিন মিছিলে অংশ নিয়েছেন৷ সারা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, অবসরপ্রাপ্ত কর্মী সকলে এদিনের গণডেপুটেশনে অংশ নিয়েছেন৷ মানিক দে, উদ্বেগের সাথে বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও গ্র্যাচুইটি প্রদান করা হচ্ছে না৷ যা আদালতের নির্দেশ অবমাননার সামিল বলে তিনি মনে করেন৷ অবিলম্বে সমস্ত অর্থনৈতিক বঞ্চনা দূর করার জন্য এদিন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে দাবী জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?