আগরতলা, ১০ এপ্রিল।। দেশকে বাঁচাতে আগামী দিন বিজেপি সরকারকে হটাতে হবে। নাহলে আগামীদিনে দেশে ভোটাধিকার থাকবে না। বুধবার আগরতলায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা।
মূলত: ৮ নং টাউন বড়দোয়ালির ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশীষ কুমার সাহা সমর্থনে এক মিছিল ও পথসভায় আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রার্থী আশীষ কুমার সাহা। তিনি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। কিন্তু এই আচ্ছে দিনে দেশে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকারের প্রতিশ্রুতি ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে। পাশাপাশি প্রতিশ্রুতি ছিল দেশের কালো টাকা ফিরিয়ে আনা হবে। এবং দেশে বছরে ২ কোটি চাকরী প্রদান করবে। কিন্তু সরকার এসব প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে।