আগরতলা, ১০ এপ্রিল।। লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ১৭ এপ্রিল আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে দুপুরে বিজেপির নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি৷ বুধবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী৷
সাংবাদিক সম্মেলনে ওই বিজেপি নেতা আরও জানিয়েছেন মূলত ১৭ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সরব প্রচারের শেষ দিন৷ ওইদিন প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং ভাষণ দেবেন৷ প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় স্তরে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে৷ আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে স্বামীবিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্তায় প্রধানমন্ত্রী স্বাগত জানানোর ব্যাবস্থা করা হবে৷ তাছাড়া রাজ্যের বিভিন্ন মন্ডল থেকে দলীয় কর্মী সমর্থকরা আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশে যোগ দেবেন৷ এক ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷
এদিকে, সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী আরও জানিয়েছেন, ১৫ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থী কৃতি সিং দেববর্মার ভোট প্রচারে অংশ নিতে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র৷ যদিও এখনও চূড়ান্ত হয়নি৷ পরিকল্পনা রয়েছে কুমারঘাটের পিডব্লিওডি ময়দানে সমাবেশ করার এবং সেখানে তিনি ভাষণ দেবেন৷ যদিও তাঁর সফর এখনও চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷