বিশালগড়, ১০ এপ্রিল।। বেপরোয়া দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এক যুবক৷ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সিপাহীজলা জেলার বিশালগড় থানার অধীন ব্রজপুরের আমতলী এলাকায়৷ আহত ব্যক্তির নাম প্রমোদ দেববর্মা৷
জানা গিয়েছে, বুধবার সকালে ব্রজপুরের আমতলী এলাকায় টিআর০১ডব্লিও-৫৮১২ নম্বরের বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় টিআর০৭বি-৬৬২০ নম্বরের বাইকের৷ দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয় এক বাইকের চালক প্রমোদ দেববর্মা৷ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷ আহত ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তাকে ভর্তি করানো হয়েছে৷ পরে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দূর্ঘটনাস্থলে গিয়ে দুটি বাইক আটক করেছে৷ একটি মামলা নিয়েছে পুলিশ৷
স্থানীয় জনগণের অভিযোগ প্রতিদিন বেপরোয়াভাবে প্রচুর বাইক যাতায়াত করে৷ এক্ষেত্রে বিশালগড় থানার পুলিশ তেমন কোন সক্রিয় উদ্যোগ নিচ্ছে না৷ কয়েকদিন আগেও বিশালগড় হাসপাতালের সামনে মদমত্ত অবস্থায় বাইক চালিয়ে একটি অটোকে ধাক্কা দেয় তাতে মহিলা ও শিশুসহ চারজন আহত হয়েছে৷ বিশালগড়ে যান দূর্ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷