উদয়পুর, ২৯ মার্চ।। বিজেপি ও তিপ্রা মথা জোটকে বয়কট করার আহ্বান জানিয়ে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা আসনের আইএনডিআইএ ব্লকের লোকসভা প্রার্থী আশিস কুমার সাহা জনগণকে আগামী নির্বাচনে কংগ্রেস এবং সিপিআই-এম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বাগমা বিধানসভা কেন্দ্রের অধীনে কিল্লা বাজারে একটি বাজার সভায় ভাষণ দেওয়ার সময় প্রদেশ কংগ্রেস সভাপতি তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মাকে ‘আদিবাসী সম্প্রদায়ের লোকেদের অনুভূতি এবং বিশ্বাস নিয়ে খেলার’ জন্য তীব্র সমালোচনা করলেন।
আশীষ সাহা বলেন, মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মা বলেছিলেন ক্ষমতাসীন বিজেপির জনবিরোধী নীতির কারণে আদিবাসীদের উন্নয়ন সম্ভব হয়নি। তিনি ক্ষমতাসীন দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তাদের নেতাদের অপশাসনের জন্য নিন্দা করতেন। কিন্তু তিনি তাঁর নিজের কোষাগার পূরণ করার সুযোগ পেয়েছেন এবং তাই তিনি এখন তাদের সাথে বন্ধুত্ব করছেন। আদিবাসী জনগণকে তথাকথিত বুবাগ্রাকে থানসা এবং জনগণের সাংবিধানিক অধিকার নিয়ে প্রশ্ন তুলতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে কেন তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।
বিজেপি এবং তিপ্রা মথার জোটকে বয়কট করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে পশ্চিম ত্রিপুরার সংসদীয় প্রার্থী আশীষ কুমার সাহা অভিযোগ করেছেন, প্রদ্যোৎ জনজাতি অংশের মানুষের আবেগকে বিক্রি করার চেষ্টা করেছেন এবং নিজের স্বার্থ, তার পরিবারের স্বার্থ দেখেছেন, তিনি কখনই তিপ্রসার মঙ্গল চাননি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন যে ক্ষমতায় আসলে তাঁর দল উপজাতি জনগণকে প্রয়োজনীয় রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক সংস্থান প্রদান করবে। প্রসঙ্গত, এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই-এম নেতা রতন ভৌমিক, উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা।