আগরতলা, ২৯ মার্চ।। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ গুড ফ্রাইডে উপলক্ষে মরিয়মনগর চার্চ পরিদর্শন করেন। আজ দুপুরে রাজ্যপাল মরিয়মনগর চার্চে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান চার্চের ফাদার।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গুড ফ্রাইডে উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মানুষের কল্যাণে প্রভু যীশুর জীবনই হচ্ছে অন্যতম বাণী। গুড ফ্রাইডেতে যীশু খ্রিষ্টের ক্রুশবিদ্ধের দিনকে স্মরণ করা হয় এবং ইস্টারে যীশু খ্রিষ্টের পুনরুত্থানকে স্মরণ করে পালন করা হয়। এই দুটো দিনই মানব সভ্যতার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন।
রাজ্যপাল বলেন, মানব জাতির উদ্দেশ্যে যীশু খ্রিষ্টের বার্তা ছিল অসহায়কে দয়া কর ও শত্রুকে ক্ষমা কর। যীশু তাঁর জীবনের মাধ্যমে বার্তাগুলি দিয়ে গিয়েছিলেন। রাজ্যপালের মরিয়মনগর চার্চ পরিদর্শনের সময় রাজ্যপালের সচিব ইউ কে চাকমা উপস্থিত ছিলেন।