আগরতলা, ২৯ মার্চ।। বিপুল ভোটের ব্যবধানে জেতার আত্মবিশ্বাসী ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার শুক্রবার বাড়ি বাড়ি প্রচার চালিয়েছেন। স্থানীয় দলীয় নেতাদের সাথে শ্রী মজুমদার প্রথমে অনুকূল ঠাকুর আশ্রমে প্রার্থনা করেন এবং পরে বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচার করেন।
ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের অটল বিশ্বাস এবং জনগণের কাছ থেকে আমি যে অপ্রতিরোধ্য ভালবাসা ও সাড়া পাচ্ছি তা দেখে আমি নিশ্চিত যে শুধু রামনগর আসনেই নয়, উভয় লোকসভা আসনেও বিজেপি জিতবে রেকর্ড মার্জিনে, বললেন দীপক মজুমদার।
তাঁর কাজের ভিত্তিতে তাকে সমর্থন করার জন্য জনগণের কাছে আবেদন জানিয়ে মজুমদার আরও বলেন, বাম শাসনামলে রামনগরের মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। কিন্তু পরে সুরজিৎ দত্ত বিধায়ক হিসেবে এলাকায় উন্নয়ন দেখেছেন। আমি রামনগরের বাসিন্দাদের প্রতিশ্রুতি দিচ্ছি তাদের প্রত্যাশা পূরণ করব এবং উন্নয়নের গতি ধরে রাখব।