কুমারঘাট, ২০ মার্চ।। পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুটি লোকসভা আসনের জন্য যথাক্রমে আগামী ১৯ এবং ২৬ এপ্রিল দুই দফায় হবে ভোটগ্রহন। পূর্ব আসনে এবারে তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মার বোন কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করেছে বিজেপি। এদিকে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট লড়ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভোটের আগে মথাও বিজেপির সঙ্গে আছে। ত্রিপুরার দুই আসনের প্রার্থীদের জয়ী করাতে ঘরে বাইরে কোমর বেঁধে কাজ শুরু করেছে বিজেপি এবং মথা। যদিও বিজেপির প্রথম শরিক আইপিএফটিকে এখন আগের মতো তেমন একটা দেখা যায় না বিজেপির সাথে সভা সমাবেশে।
নতুন শরিক তিপ্রা মথাকে নিয়েই এখন লোকসভা ভোটে ত্রিপুরার দুটি আসন জেতার সমস্ত প্রচার প্রসারে ব্যাস্ত বিজেপি। শুরুতে চলছে নিজেদের মধ্যে ঘরোয়া সভার মাধ্যমে রণকৌশল নির্ধারণের সমস্ত প্রস্তুতি। পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে বুধবার ঊনকোটি জেলার ফটিকরায়ে যৌথভাবে রুদ্ধদ্বার বৈঠক করে তিপ্রা মথা এবং বিজেপি। ফটিকরায়ের নজরুল কলাকেন্দ্রে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ফটিকরায়ের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, জনজাতি মোর্চার জেলা সভাপতি পূর্নমোহন দেববর্মা, তিপ্রা মথা দলের ঊনকোটি জেলা সম্পাদক চন্দ্রমনি দেববর্মা সহ অন্যান্যরা।
সাভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ত্রিপুরার উন্নয়নের স্বার্থে রাজ্য থেকে দুজন প্রতিনিধি দিল্লীতে পাঠাতে হবে। তার জন্য দলীয় কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন মন্ত্রী। এবারের ভোটে নরেন্দ্র মোদী চারশোর বেশি আসনে জয়ী হবেন বলে দৃপ্ত কণ্ঠে সভায় বললেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী ৯৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন বলে ভোটের আগেই ভবিষ্যৎবাণী দিলেন মন্ত্রী সুধাংশু দাস।