আগরতলা, ১৬ মার্চ।। কোভিড পরিস্থিতিতে বিধিনিষেধ অমান্য করার অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে আগরতলায় সিজেএম আদালতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিএমের অন্যান্য নেতৃত্বরা।
আদালতে মামলা নথিভুক্ত হওয়ার পর থেকেই দফায় দফায় হাজিরা দিয়ে যাচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে অন্যান্য প্রাক্তন মন্ত্রী বিধায়করা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার আদালতে হাজিরা দিতে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, মানিক দে, বাদল চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন শংকর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত, রমা দাস, মধুসূদন দাস প্রমুখ বাম নেতা-নেত্রী।
এদিন সকাল ১১ টা নাগাদ আদালতে হাজির হন বাম নেতৃত্বরা। যদিও আদালত তাদের থেকে খুব একটা সময় নেয়নি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, মানুষের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, বেকারদের স্বার্থে কথা বলায় প্রশাসন মুখ বন্ধ করতে একটি মামলা নথিভুক্ত করে। সে মামলার জিজ্ঞাসাবাদের জন্য আদালত বাম নেতৃত্বদেরকে হাজিরা দিতে বলেছে। তিনি বলেন বিচারকরা সেই অর্থে কোন কিছু না বলে পরবর্তী সময় ধার্য্য করে দেন।
প্রসঙ্গত ২০২০ সালে কোভিড পরিস্থিতির সময় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়াতে পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে। যদিও সেই পরিস্থিতির সময় পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪৪ নং ধারা জারি ছিল। সেই অনুসারেই পুলিশ উক্ত বাম নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল।