বিলোনিয়া, ১৬ মার্চ।। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার বেলোনিয়ায় দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলার জেলাশাসক ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়ালের সভাপতিত্বে কর্মশালায় দক্ষিণ ত্রিপুরা জেলার অধীনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তৃতা রাখতে গিয়ে জেলাশাসক ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে পরিচিত সাংবাদিক এবং মিডিয়া ভোটের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকে পরিচালিত করা, সত্য উদঘাটন করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার দিকে নজর রাখা গণমাধ্যমের দায়িত্ব।
কিভাবে সঠিক তথ্য সংগ্রহ করা যায়, কিভাবে সংবাদকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই কর্মশালায়। প্রসঙ্গত, জেলাশাসক ছাড়াও জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা উপ-পরিচালক রিপন চাকমা, আগরতলা প্রেসক্লাবের সভাপতি, বেলোনিয়া প্রেসক্লাবের সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন কর্মশালায়।