আগরতলা, ১২ মার্চ।। জনজাতি অংশের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। জনজাতি অংশের ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার দেওয়া এই উদ্যোগেরই অঙ্গ। আজ সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে রাজ্যভিত্তিক মেধা পুরস্কার বিতরণ ২০২৩-২৪ অনুষ্ঠানের উদ্বোধন করে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, আজ যারা মেধা পুরস্কার পেয়েছে তারা শিক্ষিত হয়ে আগামীদিনে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে। তিনি বলেন, জনজাতি কল্যাণ দপ্তর থেকে ছাত্রছাত্রী সহ জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। যেমন স্টাডি লোন ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য স্টাইপেন্ড, স্কলারশিপেরও ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা এস প্রভু। উপস্থিত ছিলেন অতিরিক্ত অধিকর্তা আনন্দহরি জমাতিয়া। পুরস্কার বিতরণের পর ছাত্রছাত্রীরা মতবিনিময় কর্মসূচিতে অংশ নেয়। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে হেজামারার সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীরা।