আগরতলা, ১২ মার্চ।। মোদী সরকারের দশ বছর ‘সম্পূর্ণ ব্যর্থতার’ সময় বলে কটাক্ষ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। মঙ্গলবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আশিস কুমার সাহা।
পশ্চিম ত্রিপুরা আসন থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার জন্য তার চিন্তাভাবনা প্রকাশ করে আশিস কুমার সাহা সকল ক্ষেত্রে ‘ন্যায়বিচার’-এর জন্য বহু পুরনো দল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, কেন্দ্রে মোদী-নেতৃত্বাধীন এনডিএ সরকারের ১০ বছর এবং ত্রিপুরায় বিজেপি-সরকারের ৬ বছর ব্যর্থতা, জুমলাগিরি এবং সকল শ্রেণীর মানুষের জন্য দুঃখে ভরা। শ্রী সাহা আরও বলেন, একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত উন্নয়ন বা কল্যাণের পরিবর্তে জনজীবনকে অধঃপতন করেছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কৃষক মারা যাচ্ছে এবং আরও অনেক কিছুর কারণে মানুষ কষ্টের শিকার হচ্ছে। জনগণকে দেওয়া একটি প্রতিশ্রুতিও তারা পূরণ করেনি।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সাম্প্রতিক দিনগুলিতে স্বাক্ষরিত তিপরাসা চুক্তি নিয়ে বিরোধী তিপ্রা মথার সমালোচনা করেন। শুধু ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিই নয়, যে দলটি সাংবিধানিক অধিকার এবং জনজাতি জনগণের কল্যাণের জন্য লড়াই করার দাবি করে তারা ত্রিপক্ষীয় চুক্তির নামে আদিবাসীদের সাথে প্রতারণা করেছে। নিরীহ আদিবাসীদের বোকা বানানো হচ্ছে নলে তিনি অভিযোগ করেন।
আশিস সাহা আরও বলেন, পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে নাম প্রকাশ করার পরে, আমি এমবিবি বিমানবন্দরে পৌঁছে সাধারণ মানুষ এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে যে উত্তেজনা এবং আনন্দ লক্ষ্য করেছি তা প্রমাণ করে যে লোকেরা বুঝতে পেরেছে যে তাদের জন্য কী ভাল এবং ভোটের মাধ্যমে অবশ্যই বিজেপিকে জবাব দেবেন।
বামদের সাথে জোটের বিষয়ে কথা বলতে গিয়ে, প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আসবে। তবে আমি নিশ্চিত যে আইএনডিআইএ জোটের প্রতিফলন ত্রিপুরায়ও অনুভূত হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের অনেক এলাকায় নির্বাচনী প্রচারে ‘প্রতিবন্ধকতা’ তৈরি করার জন্য শাসক দলের নিন্দাও করেছেন।