আগরতলা, ১ মার্চ।। লোকসভা নির্বাচনের প্রক্কালে ফের একবার ধাক্কা খেল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷ প্রায় ছয়শ ভোটার কংগ্রেস দল ত্যাগ করে শাসক বিজেপিতে যোগদান করেছেন৷ বিজেপিতে যোগদানকারীদের মধ্যে অনেকেই রয়েছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এবং এআইসিসির দায়িত্বপ্রাপ্ত৷ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নবাগতদের দলে বরণ করে নিয়েছেন৷
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন সাংবাদিকদের জানিয়েছেন, ১৭৭ পরিবারের প্রায় ছয়শ ভোটার বিজেপিতে যোগদান করেছেন৷ তাদের মধ্যে অধিকাংশই প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব৷ যেসব বিধানসভা কেন্দ্রের ভোটার এদিন বিজেপিতে যোগদান করেছে সেগুলি হচ্ছে বাধারঘাট, বিশালগড়, চড়িলাম এবং রামনগর৷ প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেলের প্রাক্তন চেয়ারম্যান জয়দুল হোসেন এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব রতন দাসও এদিন বিজেপিতে যোগদান করেছেন৷
জয়দুল হোসেন এদিন জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আশীষ সাহা যেদিন দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে দলের অভ্যন্তরে কর্মীদের ও নেতৃত্বদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়৷ নাম না করে সুদীপ বর্মনকে কটাক্ষ করতেও দ্বিধা বোধ করেননি জয়দুল হোসেন৷ তিনি বলেন, সুদীপ ও আশীষ প্রদেশ কংগ্রেসকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছে৷ তিনি বিজেপি দলের মতাদর্শে বিশ্বাস রেখেই কংগ্রেস ছেড়ে এসেছেন৷