রাজনগর, ১ মার্চ।। আবারো সাফল্য দক্ষিণ ত্রিপুরা জেলার পিআর বাড়ি থানার পুলিশের। বৃহস্পতিবার মধ্য রাতে রাজনগরের পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে নেশা জাতীয় দ্রব্য। পাশাপাশি নেশাকারবারের সাথে জড়িত এক যুবককে গ্ৰেপ্তার করে পুলিশ। ধৃত নেশাকারবারি যুবকের নাম রামেশ্বর দেবনাথ। বাড়ি উত্তর শ্রীরাম পুর নোয়াবাদ এলাকায়। শুক্রবার দুপুর একটা নাগাদ পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে বিলোনীলিয়া আদালতে সোপর্দ করে রামেশ্বর দেবনাথকে।
জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগরেরর পিআর বাড়ি থানাধীন উত্তর শ্রীরাম পুর নোয়াবাদ এলাকার রামেশ্বর দেবনাথের বাড়িতে অভিযান চালায় পুলিশ সহ টিএসআর বাহিনীর কর্মীরা। রাজনগরের পিআর বাড়ি থানার ওসি রতন রবি দাসের নেতৃত্বে চলে এই অভিযান। দীর্ঘ এক ঘন্টার উপরে বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ১২৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার করে পুলিশ।
নেশা সমগ্রী উদ্ধার হওয়ার পরই বাড়ির মালিক রামেশ্বর দেবনাথকে গ্রেফতার করে পিআর বাড়ি থানাতে নিয়ে আসে। এরপর পুলিশ এনডিপিএস এক্টে মামলা নিয়ে দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে রামেশ্বর দেবনাথকে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজনগর পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস জানান, তদন্ত শুরু হয়েছে। রামেশ্বরের সাথে এই ব্যাবসায় কে কে জড়িত আছে তা তদন্ত করে বের করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।