গন্ডাছড়া, ১ মার্চ।। গত ছয় বছর যাবৎ বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে রাত কাটাচ্ছেন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত এলাকা হিসাবে পরিচিত দলপতিপাড়ার ঊনষাট জনজাতি পরিবার। দলপতিপাড়ার উক্ত ঘটনা জেনেও নীরব নিস্তব্ধ এবং গভীর ঘুমে আচ্ছন্ন স্থানীয় জনজাতি দরদী নেতৃত্বরা।
জানা গিয়েছে, কয়েকবার ফিডকো কোম্পানির কর্মকর্তাদের জানিয়েও মিলেছে অশ্বডিম্ব। বিদ্যুৎ বঞ্চিত ঊনষাট পরিবারের তরফে লিখিত আকারে ডাকযোগে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জানানো হয় কিন্তু কোন এক অজ্ঞাত কারণে নীরব রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অন্তর্গত দলপতিপাড়া এডিসি ভিলেজ। উক্ত ভিলেজের বাসিন্দারা সকলই জনজাতি অংশের লোকজন। অভিযোগ ২০১৮ সালের পর থেকে সংশ্লিষ্ট এডিসি ভিলেজের ঊনষাট পরিবার বসবাসরত একটি পাড়ায় বিদ্যুৎ পাচ্ছে না জনজাতিরা।
গ্রামবাসীরা জানান দুই ২০১৮ সালের প্রথম দিকেই একটি ইলেকট্রিক ট্র্যান্সফর্মার অকেজো হয়ে পড়ে। তারপর থেকে ওই পাড়ায় আর বিদ্যুৎ আসে না। এরপর বিদ্যুৎ চলে গেলো বেসরকারী ফিডকো কোম্পানির হাতে। স্থানীয় নেতৃত্ব, ফিডকো কোম্পানি এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জানানো সত্বেও এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। ফলে আসন্ন নির্বাচনগুলিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন দলপতিপাড়ার বিদ্যুৎ বঞ্চিত ঊনষাটটি জনজাতি পরিবার।