আগরতলা, ১ মার্চ।। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আয়োজিত ফিনান্সিয়াল লিটারেসি উইক-২০২৪ এর সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন। আগরতলার পোলো টাওয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, আর্থিক লেনদেনের বিষয়ে সব বয়সের মানুষেরই সচেতন থাকা দরকার।
ভোক্তাদের সুরক্ষার বিষয়ে তাদের আরও সচেতন করতে হবে। তারা যেন তাদের অর্থ সুরক্ষিত রাখতে পারেন এবং অধিকারও বজায় থাকে। রাজ্যপাল এই উদ্যোগের সাফল্য কামনা করেন।
সমাপ্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরবিআই আগরতলার চিফ জেনারেল ম্যানেজার যশবন্ত সিং সাহোটা। বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ম্যানেজার সুদীপ ভট্ট াচার্য। ধন্যবাদসূকক বক্তব্য রাখেন মনোজ কে কুলকার্নি। আজ সকালে আরবিআই’র পক্ষ থেকে ওয়াকাথন’র আয়োজন করা হয়। তাতে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়।