আগরতলা, ১ মার্চ।। শহরের সৌন্দর্যায়ন, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরি থেকে শুরু করে, বিজেপির নেতৃত্বাধীন আগরতলা পুর নিগম শহরবাসীদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।
শুক্রবার, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর এবং অন্যান্য আধিকারিকদের সাথে মেয়র আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের অধীনে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি স্থানীয়দের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
দশমীঘাট মহাবীর ক্লাবের কাছে একটি জুনিয়র বেসিক স্কুল পরিদর্শন করেছেন মেয়র। আগরতলা পুর নিগম দ্বারা পরিচালিত ওই স্কুলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন এবং আসন্ন শিক্ষাবর্ষ থেকে নার্সারি ক্লাস চালু করার সিদ্ধান্ত নেন।
দীপক মজুমদার বলেন, ছাত্রছাত্রীদের উন্নতি এবং ভবিষ্যতের জন্য আমরা পুরো স্কুলটিকে সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী শিক্ষাবর্ষ থেকে উন্নত অধ্যয়ন ও নার্সারি ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। শ্রী মজুমদার আরও বলেন, এর পাশাপাশি এলাকার জলাশয়ের সংস্কার ও সৌন্দর্যবর্ধন, আলোর ব্যবস্থা এবং রাজনগর কবরস্থানের সংস্কারও আগামী দিনে করা হবে।