১লা মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক পরীক্ষা, ২রা মার্চ মাধ্যমিক

আগরতলা, ২৯ ফেব্রুয়ারী।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। ২ মার্চ শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ৩০ মার্চ পর্যন্ত। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, অমরপুর মহকুমার অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অম্পি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও নতুনবাজার দ্বাদশ শ্রেণী বালক ও বালিকা বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র খোলা হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষাগ্রহণের জন্য অমরপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জারি এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিনগুলিতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে, কৈলাসহর মহকুমার রাধাকিশোর ইনস্টিটিউশান, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শিশু নিকেতন, জারৈলতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কৈলাসহর উচ্চতর বালিকা বিদ্যালয় ও কাচরঘাট রামচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কৈলাসহর মহকুমার মহকুমা শাসক এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন। এই আদেশ আগামীকাল ১ মার্চ, ২০২৪ থেকে ৩০ মার্চ, ২০২৪ পর্যন্ত সকাল ১০টা থেকে কার্যকর হবে।

অন্যদিকে, খোয়াই মহকুমার লালছড়া এইচ এস স্কুল, গণকী এইচ এস স্কুল, জাম্বুরা এইচ এস স্কুল, শরৎচন্দ্র এইচ এস স্কুল, চেবরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং এ এম আর হাইস্কুলে আগামীকাল থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য খোয়াই মহকুমা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিনগুলিতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরীক্ষার্থী, পরীক্ষা পরিদর্শক, সরকারি কাজে নিয়োজিত কর্মচারি, পুলিশ অথবা অন্যান্য আইনপ্রণয়নকারী সংস্থা ব্যতীত কোন মানুষ জনসাধারণের রাস্তা ছাড়া পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে প্রবেশ করতে পারবেননা। সরকারি কাজে নিয়োজিত পুলিশ ও অন্যান্য প্রণয়নকারী সংস্থা ব্যতীত কেউ কোনপ্রকার অস্ত্রসস্ত্র যেমন দা, লাঠি, সূচাগ্র বাঁশ ও আগ্নেয়াস্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় চলাফেরা করতে পারবেনা। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করা যাবেনা। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?