আগরতলা, ২৯ ফেব্রুয়ারী।। বৃহস্পতিবার আগরতলায় ধলেশ্বরে রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে রাজ্য ব্লাড ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত নিশ্চিত করার উদ্যোগ “রক্ত সংকল্প ২০২৪”-এর ৪র্থ পর্যায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামী অমর্ত্যনন্দ মহারাজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃতায় মেয়র বলেন, রক্তদান শিবিরগুলি রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আজ, রাজ্যে রক্তের প্রাপ্যতার পরিপ্রেক্ষিতে ‘অপ্রতুলতা’-এর মতো কোনও শব্দ নেই। দীপক মজুমদার রক্তদানে এগিয়ে আসা রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, রক্তদানে মানবতা লুকিয়ে আছে।
ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামী অমর্ত্যনন্দ মহারাজ বলেন, আমরা দান করছি, এটা কোনো দাতব্য কাজ নয়, আমরা মানুষের সেবা করছি। ‘দান’ শব্দটি আসলে মানুষের মধ্যে গর্ব জাগায়। তিনি আরও যোগ করেছেন যে রামকৃষ্ণ মিশন অভাবী মানুষের পাশে দাঁড়াতে এবং মানবজাতির সেবা করার জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।