সরকারি আধিকারিক ও কর্মচারিদের জনকল্যাণে কাজ করতে হবে : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

বিলোনীয়া, ২৯ ফেব্রুয়ারী।। সরকারি আধিকারিক ও কর্মচারিদের জনকল্যাণে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্পের কাজ যাতে নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয় সেদিকেও তাদের লক্ষ্য রাখতে হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ বিলোনীয়া সার্কিট হাউসে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা ও মহকুমা স্তরের অফিসারদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

মতবিনিময় সভায় রাজ্যপাল বলেন, চাকুরি জীবনে এমন উল্লেখযোগ্য কাজ করুন যাতে গ্রামের মানুষ আপনাদেরকে মনে রাখে। আপনি চলে যাওয়ার পর গ্রামের মানুষ যাতে বলেন আপনার কাজের জন্যই তাঁদের গ্রামে পানীয় জল এসেছে, বিদ্যুৎ পৌঁছেছে, রাস্তা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু ভাহিদ এ, রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, বিলোনীয়া, শান্তিরবাজার এবং সাব্রুম মহকুমার মহকুমা শাসক এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ৮টি ব্লকের বিডিওগণ।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, উন্নয়নমূলক প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করে দ্রুত মানুষের কাছে উন্নয়নের সুফল পৌছে দিতে হবে। কৃষি, প্রাণীপালন, মৎস্য চাষ, ফলচাষ, কুটির শিল্প ইত্যাদি ক্ষেত্রে উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক যন্ত্রপাতি প্রধানের মাধ্যমে মানুষকে স্বরোজগারি এবং দক্ষ করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এছাড়াও তিনি বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্ত ত্রিপুরা গঠনে আরও সক্রিয় ভূমিকা নিতে আধিকারিকদের প্রতি আহ্বান জানান। বাল্যবিবাহ, খাদ্য উৎপাদন এবং নেশামুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের জন্য রাজ্যপাল অফিসারদের ধন্যবাদ জানান।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু আজ দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে এসে ভারতচন্দ্রনগর ব্লকের ছবিটিলা মডেল ভিলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়ে খোঁজ খবর নেন।

এরপর রাজ্যপাল মমতা দাস মুন্ডা ও জগা মুন্ডার শূকরের ফার্ম পরিদর্শন করেন। দুজনেই সরকারি সহায়তা নিয়ে এই শূকরের ফার্ম খুলেছেন। রাজ্যপালের সম্মানে ছবিটিলা ভিলেজের অদিবাসীরা নৃত্য পরিবেশন করেন। রাজ্যপাল প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত কয়েকজনের ঘরও পরিদর্শন করেন। এরপর রাজ্যপাল মুন্ডা বস্তি বিওপি পরিদর্শন করেন। বিএসএফ’র ৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানগণ এখানে সীমান্ত সুরক্ষার কাজ করছেন।

রাজ্যপাল বিওপিতে পৌছালে বিএসএফ’র কমান্ডেন্ট তাঁকে স্বাগত জানান। রাজ্যপাল ওয়াচ টাওয়ারে উঠে ঐ এলাকা পরিদর্শন করেন। পরে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয় রাজ্যপাল বলেন, সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানগণ ভাল কাজ করছেন। ছবিটিলা মডেল ভিলেজটিও খুবই ভাল লেগেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?