বিলোনিয়া, ২৬ ফেব্রুয়ারী।। দুই ঘন্টার গণঅবস্থান সংগঠিত করল সি আই টি ইউ বিলোনিয়া মহাকুমা কমিটি । সোমবার দুপুর বারোটা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এক নং টিলায় এই গণ অবস্থান সংগঠিত হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবাবিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী ভয়াবহ বেকারি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংবিধান ও গণতন্ত্র রক্ষায়, রেগা ও টুয়েপে-এর কাজ ও বকেয়া প্রদানের দাবি সহ আরো অন্যান্য দাবিতে এই গন অবস্থান সংগঠিত করা হয়েছে।
শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা ও গণ আন্দোলনের নেতা অরুপ মজুমদারের সভাপতিত্বে শুরু হয় গণ অবস্থান কর্মসূচি। বক্তব্য রাখতে দিয়ে নেতৃত্বরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন এদিনের আয়োজিত গণঅবস্থানে উপস্থিত নেতৃত্বরা।
সিআইটিইউ আয়োজিত গণঅবস্থানে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলোনীয়া মহকুমা সম্পাদক তাপস দও, বিধায়ক দীপংকর সেন ও অশোক মিত্র, কৃষক সভার মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ,নারী নেত্রী খুকু ঘোষ, জোৎস্না দাস, ছাত্র যুব নেতৃত্ব মধুসূদন দত্ত, গৌতম সেন, সুকান্ত মজুমদার সহ বিভিন্ন গনসংগঠনের নেতা কর্মী সমর্থকরা।