তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারী।। ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চালকদের দৌরাত্ম্যে রীতিমত চ্যালেঞ্জের মুখে খোয়াই জেলার তেলিয়ামুড়ার ট্রাফিক ব্যবস্থা। ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকের দ্বারা চালিত বাইক ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক। দূর্ঘটনাটি ঘটে সোমবার তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টি.আর.টি.সি এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে।
জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানাধীন রাংখল পাড়া এলাকার বাসিন্দা বীরবল জমাতিয়া তার কোন ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও একটি নম্বরবিহীন বাইক নিয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে কোথাও যাচ্ছিল। সেই সময় অপরদিক থেকে আসা টিআর০৩-সি-৪২৮৬ নম্বরের একটি যাত্রীবাহী অটোর সঙ্গে তার বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে বাইক সহ বাইক চালক ছিটকে গিয়ে পড়ে জাতীয় সড়ক ধরে যাওয়া টিআর-০১পি-১৬০৫ নম্বরের একটি সবজি বোঝাই বুলেরো গাড়ির উপর।
এতে গুরুতর আহত হয় ওই বাইক চালক। তড়িঘড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাইক চালককে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি যে অটোর সঙ্গে সংঘর্ষ হয়েছে সেই অটো গাড়িটির চালক গাজেন কাইপেং-এরও ড্রাইভিং লাইসেন্স নেই। সে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অটোটি তৈদু থেকে চালিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে নিয়ে আসে।
তৎক্ষণাৎ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাইক সহ ওই অটো ও সবজি বোঝাই বোলেরো গাড়িটিকে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। এই ঘটনায় স্পষ্টতই দেখা গেছে যে দুর্ঘটনা গ্রস্ত বাইকটির চালক এবং বাইকটির সঙ্গে সংঘর্ষ হওয়া অটো গাড়িটির চালক এই দুজনের মধ্যে একজনেরও ড্রাইভিং লাইসেন্স নেই।