বিশালগড়, ২৫ ফেব্রুয়ারী।। সিপাহীজলা জেলার বিশালগড় মহাকুমার দুটি এলাকায় মহকুমা প্রশাসন ও চাইল্ড লাইনের কর্মীদের এবং বিশালগড় থানার পুলিশের উদ্যোগে দুই নাবালিকার বিবাহ বন্ধ করে দেওয়া হয়।
জানা গিয়েছে, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিকরা ও চাইল্ড লাইনের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে লালসিংমুড়া শিখরিয়া এবং বিশালগড় ঘনিয়ামারা বীরেন্দ্রনগর এলাকায় দুইটি নাবালিকা মেয়ের বিবাহ বন্ধ করে দেয়। বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তীর কাছে গোপন সংবাদ আসে যে ওই দুইটি এলাকায় দুইটি নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এই সংবাদের ভিত্তিতে মহকুমা প্রশাসন ও চাইল্ড লাইনএলাকায় গিয়ে গোপন সংবাদের সত্যতা খুঁজে পায়।
যদিও এদিন প্রশাসনের আধিকারিকরা উভয় এলাকার দুই নাবালিকা মেয়েকে বাড়িতে খুঁজে পায়নি কারণ প্রশাসনের আধিকারিকদের অভিযানের আঁচ পেয়ে নাবালিকা মেয়েদেরকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুই নাবালিকা মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে প্রশাসনের অধিকারীক এবং তাদের পরিবারের লোকজনদেরকে বলা হয়েছে আগামী সোমবার নাবালিকা মেয়েদেরকে নিয়ে যেন বিশালগড় মহকুমা শাসকের অফিসে উপস্থিত থাকে। জানা গিয়েছে ওই দুই নাবালিকার বিয়ে ভেস্তে গিয়েছে।