বিলোনিয়া, ২২ ফেব্রুয়ারী।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বাজারে নিজের অটো রিস্কার মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। নিহ যুবকের নাম ইন্দ্রজিৎ সাহা। বয়স ২৭ বছর। বাড়ি গ্যারেজ টিলা এলাকায়। পেশায় অটো চালক । কিভাবে, কখন এই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও যুবকের পিতা নারায়ণ চন্দ্র সাহা সহ ভাইয়ের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে।
ইন্দ্রজিৎ সাহার ভাইয়ের ধারনা ইন্দ্রজিৎ এর সাথে যারা কাজ করে তারাই হত্যা করেছে। বিলোনিয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ইন্দ্রজিতের ভাই জানান, ইন্দ্রজিৎ বর্তমানে চোত্তাখোলা এলাকায় রং এর কাজ করছে। প্রতিদিনের মতো ভাই কাজ সেরে এস বি সি নগরে নিজ বাড়িতে যাবে বলে রাত প্রায় সাড়ে নটা নাগাদ কথা হয়েছিল। এরপর ভাইয়ের সাথে আর কথা হয়নি। সকাল বেলায় যখন দোকান খুলেছে তখন দেখা যায় ভাইয়ের অটোটি দোকানের সামনে রয়েছে পর্দা ফালানো অবস্থায়। গিয়ে দেখা যায় ইন্দ্রজিতের নিথর দেহ অটোর পেছনের সিটে শোয়ানো অবস্থায় রয়েছে এবং দু এক জায়গা দিয়ে রক্ত বেরুচ্ছে। হাতে অটোর চাবি এবং মোবাইলটা দূরে পড়ে রয়েছে।
তড়িঘড়ি অটোটি নিয়ে বিলোনিয়া হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ইন্দ্রজিতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনাটিকে নিশ্চিত খুন বলে তদন্তের মাধ্যমে দোষীকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানায়। তবে এলাকায় গুঞ্জন রয়েছে ইন্দ্রজিৎ সাহা বিভিন্ন পাচার বানিজ্যের সাথে জড়িত। হয়তো বা সেই কারণে খুন হতে পারে ইন্দ্রজিৎ। তবে পুলিশ যদি সুষ্ঠুভাবে ঘটনার তদন্ত করে তাহলে সবকিছু বেরিয়ে আসবে বলে অনেকে ধারণা করছেন।