আগরতলা, ২২ ফেব্রুয়ারী।। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মানিকা দাস দত্ত সহ নিগম-এর অধীনে বিভিন্ন ওয়ার্ডের সমস্ত কর্পোরেটররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে ডাকে চিঠি পোস্ট করেছেন কোটি কোটি ভারতীয়দের ‘দীর্ঘ ইচ্ছা পূরণ’ করার জন্য। রাজধানী আগরতলা পোস্ট অফিস থেকে এই চিঠি পাঠানো হয়েছে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় মেয়র দীপক মজুমদার ইতিহাস সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। নিগমের সমস্ত কর্পোরেটর এবং কর্পোরেশনের সাথে যুক্ত আধিকারিকরা অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে কোটি কোটি ভারতীয়দের দীর্ঘদিনের ইচ্ছা পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন।
মেয়র বলেন, ভগবান রাম পাঁচ শতাব্দী ধরে নির্বাসনে ছিলেন এবং অবশেষে সেই নির্বাসন শেষ হয়েছে। রাম জন্মভূমির পুণ্যভূমিতে রামলালাকে পবিত্র করার জন্য তাঁর অক্লান্ত প্রচেষ্টার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মেয়র আরও যোগ করেছেন যে যখনই লোকেরা অযোধ্যা রাম মন্দির নিয়ে কথা বলবেন তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সর্বদা স্মরণ করা হবে।অযোধ্যায় রাম মন্দির গত ২২ জানুয়ারী উদ্বোধন করা হয়েছিল৷ কেন্দ্রীয় সরকার তীর্থযাত্রীদের রাম মন্দির দেখার জন্য “আস্থা স্পেশাল ট্রেন”চালু করেছে৷