আগরতলা, ১৯ ফেব্রুয়ারী।।কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পান্ডবপুর এলাকায় নিখোঁজ এক গৃহবধূ। গৃহবধূর নাম প্রিয়া সরকার । নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে নিখোঁজ হয়ে যায় গৃহবধূ প্রিয়া সরকার।
জানা গিয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার সরস্বতী সরকারের মেয়েপ্রিয়া সরকার (পায়েল) এর পাঁচ বছর আগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল। এরই মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার গৃহবধূ প্রিয়া সরকার পান্ডবপুরস্থিত তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
সেদিনই প্রিয়ার স্বামী অভিজিৎ দাস প্রিয়ার বাবার বাড়ির লোকজনদেরকে ঘটনাটি জানায়। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও গৃহবধূ প্রিয়া সরকারের কোন সন্ধান না পেয়ে, নিখোঁজ গৃহবধুর স্বামীর বাড়ি এবং বাবার বাড়ির তরফ থেকে পৃথক পৃথক ভাবে আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। তিন দিন হয়ে গেলেও গৃহবধূ প্রিয়া সরকারের কোন সন্ধান না পেয়ে গৃহবধূ প্রিয়া সরকারের বাবার বাড়ির লোকজন সোমবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন প্রিয়া সরকারের স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করত।