গন্ডাছড়া, ১৭ ফেব্রুয়ারী।। গোমতী ওয়াইল্ড লাইফ সেনচুয়ারীর অন্তর্গত গন্ডাছড়া মহকুমা বন দপ্তরের উদ্যোগে চলতি মাসের বাইশ তারিখ মহকুমার নারকেল কুঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় এবং পরিযায়ী পাখি উৎসব। ওই পাখি উৎসবকে কেন্দ্র করে গোটা মহকুমায় বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ওই পাখি উৎসবকে সামনে রেখে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে মহকুমা বন দপ্তর।
এসএইচজি গ্রূপের সদস্যাদের মধ্যে বিভিন্ন গৃহপালিত পশু পালনের উপর প্রশিক্ষণ, ম্যারাথন দৌড় প্রতিযোগীতা, পশু পাখি এবং গাছপালা বাঁচাও -এর উপর ছাত্রছাত্রীদের রেলি, শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগীতা। ওই পাখি উৎসবকে সামনে রেখে শনিবার সকাল সাতটায় ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করে গন্ডাছড়া মহকুমা বন দপ্তর। শনিবার সকালে মহকুমার বন দপ্তরের অফিসের সামনে থেকে পতাকা নেড়ে ওই ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন এসডিএফও গৌতম দেববর্মা। উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার বিন্দুজয় ত্রিপুরা, রেঞ্জ অফিসার শরৎ চন্দ্র মোড়াসিং ফরেস্ট অফিসার ধর্মজয় ত্রিপুরা সহ অন্যান্যরা।
ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় পঞ্চাশ জন যুবক অংশগ্রহণ করে। ম্যারাথন দৌড়টি রামনগর বাজারের পার্শ্ববর্তী ধলাঝারি বিট অফিসে গিয়ে শেষ হয়। ওই ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে লেমপ্রসাদ রিয়াং, তবিরাম রিয়াং এবং চিরঞ্জিত সরকার। এসডিএফও গৌতম দেববর্মা জানান, অন্যান্য বছরের ন্যায় এবারো আগামী বাইশে ফেব্রুয়ারী বৃহস্পতিবার মহকুমার নারকেল কুঞ্জে অনুষ্ঠিত হবে মাইগ্রোটারি বার্ড ফেস্টিভ্যাল। ওই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আগামী দিনগুলিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে।